মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ আর্থানা শীর্ষ সম্মেলনের আগে আজ ম্যান্দারিন ওরিয়েন্টাল হোটেলে কাতার ফাউন্ডেশনের নেতৃত্বের সাথে স্বাগত সংবর্ধনায় যোগ দিয়েছেন।

ইতিহাসে প্রথমবারের মতো, কাতার সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে রয়েছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।

এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

প্রধান উপদেষ্টার সাথে কাতার ফাউন্ডেশন এই চার নারী ক্রীড়াবিদকেও আমন্ত্রণ জানিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘আর্থানা শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে এখন চারদিনের সফরে কাতার রয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, সোমবার (দোহার সময়) রাত ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অধ্যাপক ইউনূস হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

এর আগে, তিনি সোমবার সন্ধ্যা (ঢাকা সময়) ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *