ওভারটেক করতে গিয়েই প্রাণ গেল অটোরিকশার ৬ যাত্রীর
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জের বহরমপুরের মো. আলাউদ্দিন, চুনারুঘাটের শ্রীবাউড়ের অটোরিকশাচালক আব্দুল আহাদ, তার স্ত্রী হনুফা বেগম, একই গ্রামের মো. স্বপন, রাহেলা বেগম ও সোহাগ মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সিলেটগামী একটি কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটি দ্রুতগতি যাচ্ছিল। ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে। স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।