শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

এরূপ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানিরা : পরিকল্পনামন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বলেছেন, এটি প্রশিক্ষিত দুষ্কৃতকারী দ্বারা পরিকল্পিত হামলা। এরূপ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানিরা।

রোববার (২৮ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত সরকারি সব স্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত খোঁজ-খবর নেন। পরে কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, বিআরটিএ এর প্রধান কার্যালয়, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, রামপুরা বিটিভি সেন্টার এবং কাজিপাড়া মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন।

পরিকল্পনামন্ত্রী বিটিভি সেন্টার পরিদর্শন করে বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা পুনর্গঠনের কাজ করবো কিন্তু কিছু ক্ষতি আছে যেগুলো পূরণ করা যাবে না, আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত যেসব ডকুমেন্টস পুড়িয়ে দেওয়া হয়েছে, বিনষ্ট করা হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ সম্ভব নয়। দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। দেশের সম্পদ রক্ষায়, দেশের ঐতিহ্য সংরক্ষণে তিনি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপরে গুরুত্বারোপ করেন এবং দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্র করে, হামলা, অগ্নিসংযোগ করে, সম্পদ বিনষ্ট করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ এগিয়ে যাবে, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো।

পরিকল্পনা মন্ত্রী বলেন, যারা হামলা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই, রাজনীতি করতে গেলে দেশপ্রেম থাকা অপরিহার্য, দেশকেই যদি তারা ভালো না বাসতে পারে তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না।

আব্দুস সালাম আরও বলেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের মানুষকে দুর্যোগে ফেলেছে তারা যে দলই করুক না কেন তাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মমত্ববোধ নেই। দেশে যারা রাজনীতি করেন তাদের তো প্রমাণ করতে হবে যে দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। দেশের মানুষকে দুর্যোগে ফেলা, দেশের ক্ষতি করা দেশের প্রতি বিশ্বাসঘাতকতারই নামান্তর। তাদের এরূপ হামলা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কার দুর্যোগের কথা মনে করিয়ে দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *