শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

এইচএসসি পরীক্ষা : ময়মনসিংহে অসদুপায় অবলম্বন করায় প্রভাষকসহ ৮ পরীক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সিট বদল ও নকল রাখার দায়ে দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই শিক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে স্থানীয় সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা উপজেলার মেজরভিটা এলাকার মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলি নূর খান।

তিনি জানান, সাহেরা সাফায়েত কলেজ কেন্দ্রে সিট বদল করা এবং সঙ্গে নকল রাখার দায়ে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত বছরও এই কেন্দ্রের পরীক্ষার্থীদের বিরুদ্ধে অসদুপায়ের অভিযোগ ছিল। তারা শিক্ষকদের সঙ্গে চুক্তি করে পরীক্ষা দিতে আসেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ সবাইকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুন মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় শিক্ষক সাদিকুর রহমান এবং মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *