ঈদে কেয়ার টোয়েন্টি
বিনোদন ডেস্ক : ঈদ এলেই ব্যস্ততা বেড়ে যায় নাটক ইন্ডাস্ট্রির তারকাদের। রাত-দিন শুটিং চলে তাদের। যে ধারাবাহিকতা এবারের ঈদেও ধরে রেখেছিলেন ছোট পর্দার বড় তারকা কেয়া পায়েল। জানালেন এবারের ঈদে তিনি কাজ করেছেন ২০টি নাটকে, যা ঈদের দিন থেকে বিভিন্ন টিভি চ্যানেলে ও ইউটিউবে প্রকাশ হচ্ছে।
ঈদে নিজের ব্যস্ততা ও প্রকাশিত নাটকগুলো নিয়ে কেয়া কালবেলাকে বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দের বর্ণনা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ ছাড়া ভক্তদের জন্য আমার ২০টি নাটক এবার প্রকাশ পেয়েছে, যা নিয়েও ছিল আলাদা উন্মাদনা। তাই সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে এবারের ঈদের প্রতিটি দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
কেয়ার প্রকাশিত নাটকের তালিকায় আছে ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’, ‘বাজি’, ‘বান্টির বিয়ে’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘প্রথম প্রথম প্রেম’, ‘বজরা’, ‘মন দিতে চাই’, ‘আপনি না তুমি’, ‘ইমার্জেন্সি’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘টিউবলাইট’, ‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘মানুষ কি বলবে’, ‘স্পেস অব লাভ’, ‘আদরে রেখো’, ‘প্রিয় একজন’, ‘হ্যালো গায়েস’, ‘মোর দ্যান লাভ’ ও ‘মিস্টার অভাগা’। এ নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দার তারকা অভিনেতাদের। যাদের মধ্যে আছেন মোশাররফ করিম, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব, জোভান ও মুশফিক আর ফারহান।