ইউক্রেনের প্রেসিডেন্টের নিজ শহর ক্রিভি রিগে রাশিয়ার হামলায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে শুক্রবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন শিশুসহ ১৮ জন নিহত হয়েছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে।
নগরীর সামরিক প্রশাসনের প্রধান জানান, ক্ষেপণাস্ত্রটি শিশুদের খেলার মাঠের কাছে একটি আবাসিক এলাকায় আঘাত হানলে ২৪ জনের বেশি আহত হয়।
সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, অপরটিতে একটিতে সন্ধ্যার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এই ভিডিওগুলো ভেরিফাইড নয়।
দিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক গভর্নর সের্গি লিসাক টেলিগ্রামে বলেন, ক্রিভি রিগে রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ৯ শিশুসহ ১৮ জনকে হত্যা করেছে।
তিনি বলেন, ওই হামলায় ১২ শিশুসহ অপর ৬১ জন আহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘নগরীর একটি রেস্তোরাঁয়’ উচ্চ-বিস্ফোরক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে আঘাত করেছে। সেখানে ফর্মেশনের কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকরা মিলিত হচ্ছিলেন।’
লিসাক বলেন, ক্রিভি রিগে পৃথক ড্রোন হামলায়, আরো একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের দ্রুত অবসানের জন্য চাপ দিচ্ছেন। কিন্তু উভয় পক্ষের সঙ্গে আলোচনা সত্ত্বেও তার প্রশাসন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে।
জেলেনস্কি বলেছেন, এই হামলা থেকে বোঝা যাচ্ছে যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া পূর্ণমাত্রার আক্রমণ বন্ধে রাশিয়ার কোনও আগ্রহ নেই।
তিনি বলেন, হামলা অব্যাহত থাকার একটিই কারণ, সেটি হলো রাশিয়া যুদ্ধবিরতি চায় না। আমরা তা দেখতে পাই। পুরো বিশ্ব তা দেখছে।
ইউক্রেনীয় নেতার জন্মস্থান ক্রিভি রিগ একটি শিল্প নগরী। যুদ্ধ শুরু হওয়ার আগে নগরীটির জনসংখ্যা ছিল প্রায় ৬ লাখ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্চ মাসে নিঃশর্ত ও পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন-ইউক্রেনীয় যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অন্যদিকে ক্রেমলিন কৃষ্ণ সাগরে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি পশ্চিমাদের কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভর করছে।
যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরবর্তী ইউক্রেনের কেন্দ্রীয় দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে অবস্থিত ক্রিভি রিগ নিয়মিত রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করা হয়েছে।
নগরীর সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল বলেছেন, ক্ষেপণাস্ত্রটি একটি শিশুদের খেলার মাঠের কাছে আঘাত হানে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেন, এই হামলায় পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এলাকাটিকে অবরোধ করে রেখেছে।