আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হলো প্রধান উপদেষ্টাকে
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
এ সময় প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধান উপদেষ্টা আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এখন কাতারে রয়েছেন।
সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২১ এপ্রিল) রাতে কাতারে পৌঁছানোর পর দোহা বিমানবন্দরে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে স্বাগত জানান কাতারের চিফ অব প্রটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।