বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
খেলাধুলাফুটবল

আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্টিনেজ, বাদ দিবালা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাদ পড়েছেন আক্রমণভাগের পাওলো দিবালা। এছাড়াও ২৮ সদস্যের দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মিডফিল্ডার এনজো বারেনেচিয়া।

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৫ নভেম্বর প্যারাগুয়ের মাঠে খেলবে তারা। এরপর ১৯ নভেম্বর ঘরের মাঠ বুয়েনস আয়ারসে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু।

জাতীয় দলের হয়ে সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মার্টিনেজ। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে ছিলেন এই গোলরক্ষক। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য মার্টিনেজের পাশাপাশি ফিরেছেন আলেসান্দ্রো গারনাচো। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বারেনেচিয়া। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ধারে ভ্যালেন্সিয়ায় খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন ১ গোল।

বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯।

আর্জেন্টিনা স্কোয়াড:
গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেসেচিয়া ফরোয়ার্ড থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেসান্দ্রো গারনাচো, জুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, ভ্যালেন্তিন কাস্তেলানোস, লাওতারো মার্টিনেজ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *