শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আন্দোলনের পক্ষে ছিলেন দাবি সালমান-আনিসুলের, ফের রিমান্ড

আদালতে হাজির করা আসামিদের ওপর হামলা ও নিরাপত্তা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার নতুন কৌশলে আসামিদের নেওয়া হলো আদালতে।

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরবেলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

কলেজছাত্র খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে এ দিন ভোর ৬টায় তাদের আদালতে হাজির করা হয়। বাড্ডার ফুজি টাওয়ারে সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এবার তাদের দুজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

সকাল ৭টার দিকে তাদের সালমান ও আনিসুলকে এজলাসে তোলা হয়। প্রথমে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। শুনানির একপর্যায়ে আদালত আসামিদের বক্তব্য জানতে চান। তখন আনিসুল হক ও সালমান এফ রহমান আদালতকে বলেন, যে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে, এই ঘটনায় কোনোভাবেই তারা জড়িত নন। বরং তারা কোটা আন্দোলনের পক্ষে ছিলেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডার ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার ওপর এলোপাতাড়ি গুলি করে সুমন সিকদারকে (৩১) হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করে একটি মামলা করেন।

এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে করা হয়। পরদিন সায়েন্সল্যাবে হকার শাহজাহান হত্যার ঘটনায় নিউমার্কেট থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর গত ২৪ আগস্ট কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *