অবশেষে ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে ময়মনসিংহ নগরসহ আশপাশের বিভিন্ন এলাকা ও উপজেলাগুলোতে। শনিবার (৪ মে) রাত ৮টার দিকে নগরীতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। পরে অঝোর বৃষ্টি ভিজিয়ে দেয় পুরো নগরী, যা স্থায়ী হয় প্রায় আধাঘণ্টা। এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকে বেশ কিছু সময়। হিমেল হাওয়া ও বৃষ্টিতে জেলার তাপমাত্রা অনেকটাই কমে আসতে শুরু করেছে।
বৃষ্টি নামার পর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, কেউ কেউ বৃষ্টিতে ভিজে বাসায় ফিরেছেন। নকীব নামে একজন বলেন, আমাদের কাঙিক্ষত বৃষ্টি নেমেছে। কি পরিমাণ যে ভালো লাগছে বুঝাতে পারবো না। আনন্দে আমি কলেজ রোড থেকে হেঁটে বৃষ্টিতে ভিজতে ভিজতে গাঙ্গিনারপাড় চলে এসেছি।
বাবুল হোসেন নামে একজন বলেন, বৃষ্টিতে জনমনে স্বস্তি নেমে এসেছে। বৃষ্টি ও হিমেল বাতাসে শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে গেছে। এবারের মতো এমন তাপপ্রবাহ আগে কখনো পড়েনি। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল। বৃষ্টির অপেক্ষায় ছিল মানুষ। অবশেষে সবাই বৃষ্টির দেখা পেয়েছে।
মুক্তাগাছার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, তীব্র তাপদাহের পর সন্ধ্যার থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে শহরের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে গ্রামে কৃষকের ধান কাটা শুরু হয়েছে। তাদের কিছুটা অসুবিধা হবে।