স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নের দুঃস্থ ও দরিদ্র শীতার্থদের মাঝে ২ পিস কম্বল বিতরণ কার্যক্রম সোমবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়মীলীগ নেতা আলহাজ্জ্ব মোঃ ইসমাইল হোসেন।
জেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বীর মুক্তিযোদ্ধা ও আওয়মীলীগ নেতা আলহাজ্জ্ব মোঃ ইসমাইল হোসেন ও তার পূত্র ইঞ্জিনিয়ার ইমরান হোসেন সুমন, আ.ন.ম শামসুল আলম, আহাম্মদ আলী আকন্দ, কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আব্দুর রহিম মিন্টু, আখেরুল ইমাম সোহাগ, আবু সাইদ মো: দীন ইসলাম ফখরুল, আবুল কালাম প্রমূখ। হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নের দুঃস্থ ও দরিদ্র শীতার্থদের মাঝে পর্যায়ক্রমে ২ হাজার কম্বল বিতরণ করা হবে বলে বীর মুক্তিযোদ্ধা ও আওয়মীলীগ নেতা আলহাজ্জ্ব মোঃ ইসমাইল হোসেন জানান।