জোটন চন্দ্র ঘোষ হালুয়াঘাট, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : হালুয়াঘাটে ২২ জানুয়ারী দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত আসামী সহ ২৩ জন কে আটক করা হয়েছে। জানা যায়, গ্রেফতারী পরোয়ানা তামিল করতে উপজেলা জুড়ে থানা পুলিশের রাতভর চলে পুলিশি অভিযান। অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা’র নেতৃত্বে বিশেষ অভিযানে পৌর শহরের মনিকুড়া গ্রামের মৃত জহুর উদ্দিনের পুত্র সাজাপ্রাপ্ত আসামী শামছুল হক ও নিয়মিত মামলার ২ জন আসামী সহ পরোয়ানাভূক্ত আরো ২০ জন সর্বমোট ২৩ জন কে আটক করে থানা পুলিশ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা এ প্রতিবেদক কে জানায়, সাজাপ্রাপ্ত ১ জন, নিয়মিত মামলার ২ জন ও পরোয়ানাভূক্ত আরো ২০ জন আসামী কে আটক করা হয়েছে। আটকের পর ১২ জন ব্যক্তি রি-কলের মাধ্যমে ছাড়া পেয়েছেন। সাজাপ্রাপ্ত আসামীকে জেল-হাজতে এবং অন্যান্য ১০ জনকে আদালতে প্রেরণ করেন বলে তিনি জানান।