সংবাদ শিরোনাম

 

হালুয়াঘাট প্রতিনিধি, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : হালুয়াঘাটে  এক নববধুর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানাযায়, উপজেলার ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া গ্রামের শাহজাহানের নব বিবাহিত স্ত্রী মিনারা খাতুন ২৩ জানুয়ারি সন্ধায় বিষপানে আতœহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানাযায় , বিগত ছয় মাস পূর্বে উপজেলার ধারা ইউনিয়নের চাদশ্রী গ্রামের আব্দুর রহমানের কন্যা মিনারা খাতুন(১৮) এর সাথে ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া গ্রামের শাহজাহানের বিবাহ অনুষ্ঠিত হয় । বিবাহের পর হতে পারিবারিক কলহের জের ধরে গত ২২ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে  পিত্রালয়ে চলে আসে মিনারা। পরদিন সন্ধায় পিতার বসত বাড়িতে বিষপান করে সে। এ সময় বাড়ীর লোকজন অসুস্থ মিনারা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ূএ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা এ প্রতিবেদক কে জানায়, ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করেছেনএবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম