চলাচলের অনূপযোগী হয়ে পড়েছে হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের দর্শাপাড় থেকে বাদশা বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার কাঁচা রাস্তা। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি। উপজেলার পাঁচ গ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি।
অথচ রাস্তা মেরামতে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বর্ষা মৌসুমে কাদা জমে থাকায় যান চলাচল তো দূরে থাক, নিরাপদে হাঁটতেও পারেন না বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে প্রায় ২০ হাজার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজ করেনি ফলে পাকা রাস্তা যেন স্বপ্নই থেকে যাচ্ছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই খানা-খন্দক রাস্তায় পানি জমে কাদায় পরিণত হয়। রাস্তায় পা ফেলা দুষ্কর এই বেহাল রাস্তা দিয়েই কৃষিকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেও কষ্টকর হয়ে দাঁড়ায়। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় পড়ে গিয়ে গড়াগড়ি খেতে হয় শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানায়, বৃষ্টির সময় স্কুলে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। হাতে জুতা নিয়ে কাদা মাড়িয়ে অনেক কষ্টে স্কুলে যেতে হয়। অনেক সময় কাদায় পা পিছলে পড়ে যায় কেউ কেউ। তাই শিক্ষার্থীর উপস্থিতি কম থাকে। উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক বলেন, রাস্তাটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।