সংবাদ শিরোনাম

 

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর-সংগীতে নতুন বিজ্ঞাপনচিত্রের জন্য গাইলেন কণ্ঠশিল্পী ন্যানসি ও প্রতীক হাসান। এবারই প্রথম কোনো গানে তাদের দ্বৈত কণ্ঠ শোনা যাবে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার গ্রিন রোডে হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এটি ব্যবহার হবে প্রাণ আপের একটি বিজ্ঞাপনে।

এ প্রসঙ্গে ন্যানসি বললেন, ‘এ পর্যন্ত প্রাণ আপের যতো বিজ্ঞাপনচিত্র তৈরি হয়েছে, প্রায় সবকটিরই নেপথ্য গান গেয়েছি আমি। সংখ্যায় সাত-আটটি তো হবেই। তবে প্রতীক আর আমি এবারই প্রথম একসঙ্গে গাইলাম। ও খুবই ভালো গায়।’

১১ লাইনের গানটিতে ন্যানসি ও প্রতীক দু’জন একসঙ্গে গেয়েছেন ‘প্রাণ খুলে বলে দেবো মনের কথা/প্রাণ খুলে জেনে নাও মনের কথা/প্রাণ খুলে হবে এবার মনের কথা’। শিগগিরই এ গান নিয়ে বিজ্ঞাপনটির দৃশ্যায়ন হবে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম