সংবাদ শিরোনাম

 

বিনোদন ডেস্ক : মালিয়া ওবামা। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার মেয়ে। তার ইচ্ছে ছিল বড় হয়ে বাবার মত রাজনীতিতে নামার। কিন্তু সেই ইচ্ছা আপাতত পূরণ হচ্ছে না।  তবে মালিয়ার ঠিকানা হতে চলেছে হলিউড।

ওবামার বড় মেয়ে মালিয়া সদ্য হাইস্কুল জীবন শেষ করেছেন। তার বয়স এখন ১৮। সম্প্রতি হলিউডে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন তিনি। চলতি ফেব্রুয়ারিতেই প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের কাছে ইন্টার্নশিপ শুরু করবেন মালিয়া। জানা গিয়েছে, ওয়েইনস্টেইন কোম্পানির নিউইয়র্ক অফিসে কয়েক মাস থাকবেন তিনি।

প্রেসিডেন্ট থাকাকালীন ওয়েইনস্টেইনকে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকবার সাহায্য করেন বারাক ওবামা। একাধিক বার দু’জনকে একসঙ্গে দেখাও গিয়েছে। কাজেই মালিয়ার কোনও অসুবিধা হবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

অন্য দিকে স্কুল জীবন থেকেই মালিয়ার আগ্রহ চলচ্চিত্রে। ইতিমধ্যেই মার্কিন পরিচালক ও লেখিকা লেনা ডানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক ‘গার্লস’-এ অভিনয় করেছেন তিনি। এর আগে হ্যাল বেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পিছনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে মালিয়ার।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম