সংবাদ শিরোনাম

 

মজিবুর রহমান, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের এই সংবাদ শুনে যুবকটির মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শনিবার সকাল সাতটার দিকে নিহত যুবক হচ্ছেন- উপজেলার টিপ্রা গ্রামের জয়নাল মিয়া। পরে মারা যাওয়া তার মা হচ্ছেন- মরিয়ম বেগম।

যুবক মারা যাওয়ার আগের ১৫ ঘণ্টার মধ্যে জেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় আরো দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের হেনারগাতি মোড়ে শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ইসলামী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় টিপ্রা গ্রামের জয়নাল মিয়া  (ভাজা-পুরা) দোকান নিয়ে যান। সন্ধ্যা ৬টার দিকে জয়নাল মিয়া রাস্তার ওপার থেকে পানি আনতে গেলে সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে আহত জয়নালের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাতটার  দিকে তিনি মারা যান।

ওসি আরো জানান, ছেলে আহতের কবর পেয়ে রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মরিয়ম বেগম।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম