স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে : ডা. জাহিদ

পতিত স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২১ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ দেশে ফিরেছেন। তার এ ফেরা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. জাহিদ বলেন, দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার পালিয়ে গেছে। কিন্তু স্বৈরাচারের দোসররা বাংলাদেশেই আছে। তারা বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণের অধিকার যাতে আদায় না হতে পারে সেই ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, আন্দোলনে ছিলাম আছি থাকবো। কারণ, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। আমাদের আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যারা হত্যা করেছে তাদের বিচার দাবিতে। আমাদের আন্দোলন যারা গুম হয়েছে তাদের ফিরিয়ে আনার ।

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করে এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত একটি স্বাধীন দেশ। ভারত কি তার দেশকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দেবে? আমার মনে হয় ভারতীয় রাজনীতিবিদ বা সরকার এত বোকা নয়। যারা এগুলো ছড়াচ্ছেন, তারা হয়তো মাঠ গরম করার জন্য করছেন। বাস্তবে তারা মাঠে নামুক, দেখুক জনগণ তাদেরকে গ্রহণ করে কি না?


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *