সংবাদ শিরোনাম

 

দীর্ঘদিন যাবত রাঙামাটিসহ কাপ্তাইয়ের সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রজ্ঞাপন জারি করে বন্ধ ঘোষণা করেছিল। তবে সংক্রমণ কিছুটা স্বাভাবিক হলে সরকার বিরাজমান পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত সব কিছুই খোলার অনুমিত দিয়েছে। তবে সবকিছুই চলবে স্বাস্থ্যবিধি মেনে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ হতে একটি প্রজ্ঞাপন জারি করে সেখানে বলা হয়েছে, সরকারি সকল নিয়ম-নীতি স্বাস্থ্যবিধি, মেনে বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ শতাংশ ব্যবহার করে ১৯ আগস্ট চালু করতে পারবে। সরকারের এ ঘোষণার পর হতেই শুরু হয়েছে বন্ধ বিনোদনকেন্দ্র গুলো সাজানে কাজ।

কাপ্তাইয়ের বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, তাদের নিজস্ব বিনোদনকেন্দ্রগুলো,পর্যটন আকর্ষণ করতে রঙ লাগাচ্ছে, ধোয়ামোছা করছে, জমে থাকা আগাছা কাটছে,নতুনভাবে কেনাকাটাসহ বিভিন্ন কিছুই করে রেখেছে।

সব কিছুই ঠিকঠাক, অপেক্ষা শুধু আগামি কাল বৃহস্পতিবারের জন্য।

কাপ্তাইয়ে প্রশান্তি পার্কের দায়িত্বরত এম নুর উদ্দিন সুমন দৈনিক অধিকারকে বলেন, দীর্ঘদিন যাবত মরনঘাতি করোনা ভাইরাস সংক্রমণের ফলে আমাদের বিনোদন কেন্দ্র বা পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় আমরা বা আমাদের কর্মচারীরা বেকার হয়ে পরেছি। সরকার সবকিছুর পাশাপাশি বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার অনুমিত দিয়েছে, এতে আমরা আবার নতুনভাবে সবকিছু ঠিকঠাক করে প্রস্তুত করে রেখেছি। তবে সরকারি সকল নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি মেনেই বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখবো বলেও জানান তিনি।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম