সংবাদ শিরোনাম

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে একটি জলমহালের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

মঙ্গলবার সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের জারুলিয়া জলমহালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাতিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৩), আকিলপুর গ্রামের সাহারুল ইসলাম (২৮) ও উজ্জ্বল মিয়া (৩০)।

এলাকাবাসী জানান, হাতিয়া গ্রামের জারুলিয়ার ওই জলমহালের দখল নিয়ে স্থানীয় দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ও হাতিয়া গ্রামের বাসিন্দা একরার হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। আজ সকালে একরার হোসেনের লোকজন জলমহালের দখল নিতে গেলে সেখানে থাকা নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

নিহত তাজুল ইসলাম হাতিয়া গ্রামের শান উল্লাহর ছেলে। উজ্জল একই গ্রামের আমান উল্লাহর ছেলে আর শাহারুল ইছহাক মিয়ার ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল  তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জানান, এই জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম