সংবাদ শিরোনাম

 

বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা শিশুসহ ৮৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার ভোরে পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে- ৪৬ জন পুরুষ, ২৩ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। আটকদের বাড়ি গোপালগজ্ঞ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, বরিশাল ও বাগেরহাট জেলায়।

বিজিবি জানায়, ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ও গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব নারী পুরুষ ও শিশুদের আটক করা হয়।

বিজিবি-২১  ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা জানান, তারা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতো। সেখানে পুলিশি অভিযান শুরু হলে তারা দেশে ফিরে আসার সময় বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম