আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী অধিকৃত তুরস্ক সীমান্তবর্তী আজাজ শহরে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে।
তুরস্ক সীমান্ত থেকে মাত্র প্রায় সাত কিলোমিটার (চার মাইল) দূরে অবস্থিত একটি আদালতের বাইরে এ বিস্ফোরণ ঘটানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সম্প্রতি শহরটি ইসলামিক স্টেট (আইএস) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় দেশব্যাপী অস্ত্রবিরতি বলবৎ হওয়ার পর এটাই সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা।
আইএস এই অস্ত্রবিরতিতে নেই।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রচ- শক্তিশালী এই বিস্ফোরণে ৬০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
ব্রিটেন বিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে ছয় বিদ্রাহী রয়েছে। অন্যান্যরা বেসামরিক লোক বলেই ধারণা করা হচ্ছে।