সংবাদ শিরোনাম

 

 

ভয়াবহ বিপর্যয়ের মুখে ভারতের পর্যটন এলাকা সিকিম। বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে পানি ঢুকে ভেসে গেছে তিস্তা। নিখোঁজ হয়ে যায় ভারতীয় ২৩ সেনা সদস্য। ভেসে গেছে সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও।

উদ্ধারকাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ধস নামায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের চুংথাম।

সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছে, মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়ে। চুংথাম বাঁধ ভেঙে বিপুল পরিমাণ পানি চলে আসে তিস্তায়। এর ফলে মুহূর্তে তিস্তার জলস্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। দু’পাশ ছাপিয়ে পাহাড়ি সিকিমে ধ্বংসলীলা চালাতে থাকে তিস্তা। তীব্র স্রোতে সিংতামে সেনার একটি ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যাচ্ছে, অন্তত ২৩ জন সেনা জওয়ানের কোনও খোঁজ মিলছে না। ভেসে গিয়েছে ছাউনির প্রায় সমস্ত কিছুই। ভেসে গেছে সেনার গাড়ি-সহ গোটা ছাউনি।

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম