নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে নিয়োগের জন্য নাম সুপারিশ করতে গঠন করা সার্চ কমিটি নিয়ে আশাবাদী নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সার্চ কমিটি কি কাজ করবে তা স্পষ্ট। তাই তাদের কাছ থেকে নতুন কোনো আশার আলো দেখছি না।’
শনিবার সকালে যুবদলের নতুন কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গত ২৫ জানুয়ারি সার্চ কমিটি গঠন করা হয়। ছয় সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ সুপারিশ দিতে বলা হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। সার্চ কমিটির সদস্যরা আজ প্রথমবারের মতো বৈঠকে বসেছে।
সার্চ কমিটির আজকের বৈঠকে প্রত্যাশা কী জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আশা করেছিল দেশের মানুষ। কিন্তু সার্চ কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করা যায় না। তারপরেও যদি তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারে, তাহলে মানুষ বুঝবে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করেছেন।’
রাষ্ট্রপতির সঙ্গে জাতিসংঘের আলোচনার প্রস্তাবের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সার্চ কমিটি গঠনের আগে এমন উদ্যোগ নেয়া হলে এটা ফলপ্রসু হতে পারতো। তবে এর আগে জাতিসংঘের কোনো উদ্যোগই সফল হয়নি।’
শ্রদ্ধা জানানোর সময় যুবদলের নতুন কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ যুবদলের নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।