সংবাদ শিরোনাম

 

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিতে নাম দেওয়া না দেওয়ার ব্যাপারে বিএনপি রবিবার রাতে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবীর রিজভী।

রিজভী বলেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে আমার সার্চ কমিটির চিঠি পেয়েছি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিষয়টি জানানো হয়েছে। রবিবার রাত ৯টায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক আছে। নাম পাঠানোর বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া।

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে শুধুমাত্র ইচ্ছারই প্রতিফলন ঘটেছিল। এবারও একটি স্বাধীন ও নিরেপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের পরও একতরফা ভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এক ব্যক্তির প্রতিফল ঘটবে না এটা উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘যেভাবে আওয়ামী সরকারের প্রভাবিত ও আওয়ামী মনোভাবাপন্ন লোক দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। তাতে তাদের মাধ্য একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে সেটি নিয়ে জনমতে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ ইতোপূর্বে অনুসন্ধান কমিটির পূর্বাপর ইতিহাস পর্যালোচনা করলে সার্চ কমিটির বার্টল ছিল প্রধানমন্ত্রীর হাতে।’

দেশের ৯৯ ভাগ জনগণ রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঘোর বিরোধী উল্লেখ করে রিজভী বলেন, ‘শুধুমাত্র প্রভূদের মন রক্ষায় সুন্দরবন ধ্বংসকারী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প সরকার গায়ের জোরে এবং বিশ্ব মতে উপেক্ষা করে স্থাপন করতে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রী নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আজীজুল বারি হেলাল, মনির হোসেন, আসাদুল করিম শাহীন, আমিনুল ইসলাম, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, যুবদলের মোরতাজুল করিম বাদরু প্রমুখ।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চেয়েছে সার্চ (অনুসন্ধান) কমিটি। দলগুলোকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে নামগুলো দিতে হবে।

শনিবার (২৮ জানুয়ারি) সার্চ কমিটি প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম