নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামীদের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। সঙ্গে রায়ের কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে।
রবিবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে এ নথিপত্র পাঠানো হয়েছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।