স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহ পৌর মেয়র ও ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকরামূল হক টিটু বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীদের সারাবিশ্বের মাঝে সবচেয়ে বেশী শিক্ষা সহায়তা দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই শিক্ষা সহায়তা দিয়ে তিনি বিশ্বে সুনাম কুড়িয়েছেন। শিক্ষা সহায়তার যথোপযুক্ত ব্যবহার করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন মেয়র টিটু।
বিভাগীয় নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেলষ্টেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা রফিকুল আলম হামিদী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, শিক্ষক এনামূল হক ও এবিএম কামরুল আলম প্রমূখ।