স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। শিক্ষা ছাড়া জাতি উন্নতির শিকড়ে পৌছতে পারবেনা। ময়মনসিংহের ত্রিশালে এ্যাকটিভ শিক্ষা কোচিং সেন্টারের আয়োজনে শুক্রবার ত্রিশাল পৌরসভা মিলনায়তনে জিপিএ ৫ প্রাপ্ত জেএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান এ কথা গুলো বলেন। প্রধান অতিথি মেয়র বলেন যে সময় চলে যায় তা আর ফিরে আসেনা তাই শিক্ষার্থীরা তোমরা অযথা ও অবহেলা করে সময় নষ্ট না করে সময়ের মূল্য দিবে তবেই তোমরা তোমাদের কাংখিত লক্ষে পৌছতে পারবে আমি বিশ্বাস করি। ইব্রাহিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর এবি ছিদ্দিক শাহজাহান, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, একটিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ,কাউন্সিলর মেহেদি হাসান নাছিম,রেজাউল করীম সেলিম,এ্যাকটিভ কোচিং সেন্টারের মহা পরিচালক মামুনুর রশিদ ,পরিচালক এম এ সাত্তার,হুয়ুন কবীরপ্রমূখ।