নিজস্ব প্রতিবেদক : নাসরিন সুলতানাকে বিয়ে ও ফেসবুক মেসেঞ্জারে ছবি পাঠানোর কথা অস্বীকার করেছেন ক্রিকেটার আরাফাত সানী।
আদালতের নির্দেশে সোমবার তাকে রিমান্ডে নেওয়া হলে তিনি পুলিশের কাছে এসব অভিযোগ অস্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. ইয়াহিয়া এ তথ্য জানিয়েছেন।
মো. ইয়াহিয়া বলেন, আজ সকালে আরাফাত সানীকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি আরো বলেন, এখনো মামলার তদন্ত চলছে। তাই এসব বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. জামাল উদ্দীন বলেন, মামলার সময় যেসব কাগজপত্র আমাদের দেওয়া হয়েছিল তার ওপর ভিত্তি করে আরাফাত সানীকে গ্রেপ্তার করা হয়েছে। মেসেঞ্জার থেকে তিনি ছবি পাঠানো হয়েছে কি না তা জানার জন্য আমরা সিআইডির সহায়তা নিচ্ছি। সানীর মোবাইল এখন সিআইডির পরীক্ষাগারে আছে। তা ছাড়া মামলার বাদী নাসরিন সুলতানা বিয়ের কাবিননামাও আদালতে জমা দিয়েছেন।
এর আগে ৫ জানুয়ারি আরাফাত সানীর বিরুদ্ধে মামলায় দায়ের করেন তার স্ত্রী হিসেবে দাবি করা নাসরিন সুলতানা। রোববার সকালে সাভারের আমিনবাজারের বাসা থেকে আরাফাত সানীকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। পুলিশ আরাফাত সানীকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এদিকে আরাফাত সানী নির্দোষ বলে দাবি করেছেন তার মা নার্গিস আক্তার।
অন্যদিকে আরাফাত সানী ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে আজ সোমবার আদালতে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে আরো একটি মামলা দায়ের করেছেন নাসরিন সুলতানা।