বিনোদন প্রতিবেদক : সজল-মম দুজনেই জুটি বেঁধে অনেকগুলো দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। আবার আলাদাভাবে তারা দু’জনেই চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু জুটি বেঁধে রূপালি পর্দায় অভিনয় করেননি।
মজার ব্যাপার হচ্ছে, সজল-মম দু’জনেই নাচবেন চলচ্চিত্রের জনপ্রিয় পাঁচটি গানে। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে নরসিংদীর সূবর্ণগ্রামে।
জাঁকজমকপূর্ণভাবে এবারের বনভোজন সফল করতে নেয়া হয়েছে বিস্তর পরিকল্পনা। নায়ক-নায়িকা-নির্মাতা সকলেই সেখানে সামিল হবেন। আর সেই আয়োজনে বাড়তি উষ্ণতা ছড়াবে সজল-মমর নাচের পারফর্ম। তাদের নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহারিয়ার সোহাগ।
এরই মধ্যে সজল-মম দু’জনেই নাচের মহড়ায় অংশ নিয়েছেন। সজল বলেন, ‘কালজয়ী কিছু জনপ্রিয় গানের সঙ্গে আমরা নাচবো। আশা করছি আমাদের পরিবেশনা এই আয়োজনে বাড়তি আনন্দ যোগ করবে।’
শুধু সজল-মম নয় জুটি বেঁধে অন্যান্য গানের তালে নাচবেন নিরব-আইরিন, আসিফ নূর-অধরা।
সজল অভিনীত ‘রান আউট’ ছবিটি মুক্তি পেয়েছে। আগামীতে তার হাতে রয়েছে ‘হারজিত’ নামের একটি ছবি।
অন্যদিকে মম অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘দারুচিনি দ্বীপ’, ‘ছুঁয়ে দিলে মন।’ তার হাতে রয়েছে ‘আমি শুধু তোর হবো’ এবং ‘স্বপ্নবাড়ি’ নামের দুটি ছবি।