মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ৮টি পরিবারের মাঝে ২টি করে কম্বল ও পরিবার প্রতি ১ হাজার টাকা অনুদান দিলেন ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
০২.০৩.২০১৮ ইং শুক্রবার দুপুর ১টার দিকে দলিলপুর গ্রামের ক্ষতিগ্রস্থ্য বাড়ীতে তিনি উপস্থিত হয়ে অনুদান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামী অর রশিদ শামীম, শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।
এরপর উপস্থিতিদের সাথে নিয়ে দুপুর দেড় টায় তিনি আওধা গ্রামে দুই দিনব্যাপী যজ্ঞানুষ্ঠানের উদ্বোধণ করেন।
এর আগে সকালে তিনি চড়িয়ারবিল ও মদনডাঙ্গায় দুইটি রাস্তার কাজের উদ্বোধণ করেন।