সংবাদ শিরোনাম

 

মোশারফ হোসাইন শেরপুর, ময়মনসিংহ প্রতিদিন ডটকম  : শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে কলেজ ছাত্র ভাতিজা খুন হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল (২২) উপজেলার কবুতরমারী গ্রামের সুলতান মিয়ার কলেজ পড়–য়া ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, নকলা উপজেলার কবুতরমারী গ্রামের চাচাত দুই ভাই সুলতান মিয়া ও আব্দুল মোতালেব এরমধ্যে দীর্ঘদিন ধরে ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে আব্দুল মোতালেব (৫৫) ও তার বোন আঞ্জুমালা (৫০) এবং পুত্রবধু লাইলী (৩০) মিলে সুলতানের জমি দখল নেওয়া সময় সুলতান ও তার ছেলে কলেজ ছাত্র সজল বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে সজলের ঘাড়ে প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে উদ্বার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: রাজিব সাহা সজলকে মৃত বলে ঘোষনা করেন।
নকলা থানার ওসি গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে ।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম