জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর সার্কিট হাজউ মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে মসিক মেয়র টিটু’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণশেষে মেয়র টিটু বলেন, শেখ রাসেল পরিণত হয়ে বেড়ে ওঠার আগেই চরম নির্মমতার শিকার হয়েছেন। বঙ্গবন্ধুর উত্তরসূরী শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও নিজেকে দেশের উন্নয়নে এবং দেশের সেবায় নিবেদন করতেন। ঘাতকেরা সে সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছে। তিনি আরও বলেন, জাতির পিতা আমাদের বাঙালি হওয়ার পরিচয় দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতার কন্যা আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা এনে দিয়েছেন, বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করেছেন।
বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে পূরণ করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমরা জাতির পিতা ও তাঁর পরিবারের কাছে চিরকৃতজ্ঞ। এ সময় উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার ও কাউন্সিলরবৃন্দ, সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশান কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য কর্মকর্তা মহব্বত আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ প্রমূখ।