শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে স্থানীয় হিন্দু ধর্মালম্বী ও পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
গৌরীপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন রাফাত তানজিম, পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, পৌর শাখার সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমীর মাওলানা বদরুজ্জামান, পৌর শাখার আমীর মোঃ আবু ইউসুফ, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, নাজিম উদ্দিন, মাসুদ মিয়া রতন, আব্দুর রউফ মোস্তাকিম, আলী আহাম্মদ, সাদেকুর রহমান, মোঃ এমরান নারী কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নি¤œমান সহকারি তানিয়া লিপি গৌরীপুর ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ আলী, বিএনসিসির প্লাটুন কমাÐার আনোয়ার হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব প্রমুখ ।