মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ময়মনসিংহে সুনামের সাথে শিক্ষকতা এবং আইন পেশায় জড়িত ছিলেন। গুণী শিক্ষাবিদ শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে কলেজ প্রতিষ্ঠা ময়মনসিংহবাসীর একটি যথাযথ পদক্ষেপ। তিনি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করেন।
শনিবার সকালে ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে গুণগতমান সম্পন্ন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ কৃষিবিদ এ.কে এম আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কৃষিবিদ জি.এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদের নবনির্বিাচিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামের সহধর্মিনী সৈয়দা মাহবুবা আক্তার, অধ্যাপক এনায়েতুর রহমান, অধ্যাপক মফিজুন নূর খোকা, শিক্ষার্থী ইশরাত জাহান মুন ও আল আমিন আরিফ প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।