লেবানন সীমান্তে ইসরাইলের বিমান হামলায় ৫ সিরীয় সেনা নিহত
লেবানন সীমান্তের কাছে শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সিরীয় সেনা নিহত হয়েছে বলে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা।
একটি সূত্রের উদ্ধৃতি করে সানা জানায়, ইসরাইলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে। সিরিয়া-লেবানন সীমান্তে কাফার ইয়াবুসের কাছে একটি সামরিক স্থাপনায় বিমান হামলায় পাঁচ সিরীয় সেনা নিহত ও একজন আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বিমানগুলো সিরিয়া-লেবানন সীমান্তের সেসব অবকাঠামোতে হামলা করেছে যেগুলো সিরিয়া থেকে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র স্থানান্তরের জন্য হিজবুল্লাহর ব্যবহার করতো।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটরিং জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার কুসাইর এলাকাকে লেবাননের সঙ্গে সংযোগকারী একটি সীমান্ত পারাপার লক্ষ্য করে হামলা চালালে বহু মানুষ আহত হয়।
বিভিন্ন সূত্রের ওপর নির্ভরশীল ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, চলতি সপ্তাহে লেবাননের হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা জোরদার করার পর সিরিয়ায় এটিই প্রথম এ ধরনের হামলা।