সংবাদ শিরোনাম

 

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১শ’ জন নিখোঁজ হয়েছেন।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, সাগর থেকে এ পর্যন্ত আটজনের লাশ ও চারজনকে জীবিত উদ্ধার করেছে। তবে এখনো প্রায় ১শ’ শরণার্থী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি আজ জানায়, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা শরণার্থীদের খোঁজে অভিযান চালাচ্ছে ইতালির কোস্টগার্ড। উদ্ধারকাজে ফ্রান্সও যুক্ত হয়েছে। তবে সন্ধ্যা নেমে আসায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
শরণার্থীবাহী নৌকাটি লিবিয়া ও ইতালির মধ্যবর্তী স্থানে সাগরে ডুবে গেছে। নৌকাডুবির স্থানটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত।
ডুবে যাওয়া নৌকার শরণার্থীরা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
গত শুক্রবারও ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ৫৫০ জনকে উদ্ধার করেছে।
ইউএনএইচসিআর জানায়, চলতি বছরের প্রথম দুই সপ্তাহে এক হাজারেরও বেশি লোক সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম