সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের ভেবড়া গ্রামে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে । এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে থানাপুলিশ একজন ইউপি সাবেক মেম্বারসহ ৬ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতদের গতকাল সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে ।
রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,উপজেলার ভেবড়া গ্রামে বাবলু সরদারের বাড়ীতে ডাকাতি এবং ককটেল বিস্ফোরনের ঘটনায় রবিবার রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে । এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কালীগ্রাম ইউপি’র ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ভেবড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে শাহিন আলম (৪০) কে গ্রেফতার করা হয়েছে । এছাড়া একই গ্রামের নুর হোসেনের ছেলে শামিম হোসেন (৩৮),রহিম উদ্দীনের ছেলে সুলতান আহম্মেদ (৪৫),মৃত শুকবর রহমানের ছেলে সেকেন্দার আলী (৪৭),পাশর্^বতি ধণতোলা গ্রামের আবজাল হোসেনের ছেলে মুনির হোসেন (২২) এবং আবাদ পুকুর এলাকার জামাল মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৪) কে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে । মামলার তদন্ত কর্মকর্তা এস,আই শফিকুর রহমান শফি জানান, সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন জানানো হবে। এছাড়া মামলাটি খুবই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে । ঘটনার সাথে জড়িতদের খুজে বের করতে এবং লুন্ঠিত মালা মাল উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছি ।
উল্লেখ্য, গত শনিবার মধ্য রাতে উপজেলার ভেবড়া গ্রামের ছোলাইমান আলীর ছেলে বাবলু সরদারের বাড়ীতে ডাকাতরা হানা দিয়ে মারপিট ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লক্ষ টাকাসহ প্রায় ৭ ভরি বিণিœ স্বর্ণের গহনা এবং আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । যাবার সময় গ্রামবাসি ডাকাতদের প্রতিহত করতে গেলে ডাকাতদের ছোড়া দু’টি ককটেলের আঘাতে আলম হোসেন (৩২) আহত হয় ।