সংবাদ শিরোনাম

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে ট্রাক চাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টার দিকে। নিহতরা হলেন, চাচা আলমগীর হোসেন (৪০) ও ভাতিজা আ. রাহিম (১০)।

মৃত আলমগীর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আ. কুদ্দুস ভুইয়ার ছেলে এবং রাহিম একই এলাকার মো. খোকন ভুইয়ার ছেলে ও একটি স্কুলে ৫ম শ্রেণিতে পড়াশুনা করতো।

তাদের এক আত্মীয় মাহবুবুর রহমান জানান, তারা বর্তমানে গেন্ডারিয়ার দ্বীন নাথ সাহা রোডের ২৭/জে বাসায় থাকতো।

তিনি আরও জানান, মৃত আলমগীর ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতো। রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় ধোলাইখাল এলাকায় আসলে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম