নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাজিমুদ্দিন রোডের শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সামনে ট্রাকচাপায় সানী (২০) ও আকাশ (২৫) নামে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রিপন (২০) নামে আরেকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনজনের বাসা বংশালের পাকিস্তান মাঠসংলগ্ন সুইপার কলোনিতে।
চকবাজার থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকচালককেও আটক করা হয়েছে।