বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অ্যধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জালেমদের রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করা যাবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহ জেলার ৩৪ জন শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহ জেলার ৩৪ জন শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জেলা আমীর আব্দুল করিমের সভাপতিত্বে ও মহানগর আমীর কামরুল আহসান এমরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আমীর রমজান আলী, জামালপুর জেলা আমীর মাওলানা খলিলুর রহমান, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, নেত্রকোনা জেলা আমীর মাওলানা হারিছ আহমেদ, মাওলানা নাজমুল হক, মহানগর সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা সম্পাদক মাওলানা মোজাম্মের হক আকন্দ, জেলা নায়েবে আমীর কামরুল হাসান মিলন, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল। শহীদ পরিবারের পক্ষে ঈশ্বরগঞ্জের আব্দুল মজিদ ও নিহত সাগরের পিতা আসাদুজ্জামান জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের জেলা ও মহানগর নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ অঞ্চলে ৬২ জন শহীদ হয়েছেন। তাঁদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর। যাঁরা জালেম সরকারকে বিতারিত করে শহীদ হয়েছেন তাঁদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেথা থাকবে। আমি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি। তিনি বলেন, বাংলাদেশে কেয়ার টোকার সরকারের অধিনে নির্বাচন হলে মানুষ নিজের ভোট নিজেই দিতে পারতেন। বিগত সরকার কেয়ার টেকার সরকার বাতিল করে গণতন্ত্রকে নস্যাৎ করেছে। এজন্যই ছাত্ররা গণআন্দোলনে জালেম সরকারকে চিরতরে বিতারিত করেছে। তিনি আরো বলেন, ইসলাম ও জুলুম এক সাথে চলতে পারেনা। জুলুম থাকলে ইসলাম থাকবে না আর যদি ইসলাম থাকে তাহলে জুলুম থাকবে না। সকল প্রকার জুলুম ও অন্যায় বন্ধ করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তবেই সকল মানুষ নিরাপদ ও সুখ শান্তিতে বসবাস করতে পারবে। আপনারা কোনটা চান জানতে চাইলে সমস্বরে সবাই বলেন ইসলাম চাই। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জালেমদেরকে অপসারণ করে জনগণের অধিকার যাঁরা প্রতিষ্ঠা করতে পারে এমন লোকদের বাছাই করে সে সব জায়গায় সেট করতে হবে।
এজন্য তাঁদেরকে বাছঅই করতে সুযোগ দিতে হবে। এখন ছাটাই করার পালা চলছে। আবার বাছাই করে পুরণ করতে হবে। এ কাজগুলো করতে কিছুটা সময় লাগবে। কেউ কেউ চায় খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিন। তাড়াতাড়ি নির্বাচন আমরাও চাই। কিন্তু তারমানে এই নয় চোর, ডাকাত এবং জালেমদের রেখেই কী নির্বাচন হবে। এটা নির্বাচন হতে পারে না। এগুলোকে অপসারণ করে সমাজে একটা স্থিতিশীলতা আনার পরই নির্বাচন হলেই মানুষের হক আদায় হবে। তিনি বলেন, আজকে সাংবাদিকদের অধিকার নেই, ছিল না, এখনো নেই। এটাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার আমাদের চলাফেরা করার অধিকার অনেক অধিকার লঙ্ঘিত হয়েছে। সেই সব অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয়, একটু সময় দিতে হবে। তিনি বলেন, ‘আমরা বলেছি, যুক্তিসঙ্গত সময় দিতে হবে। এবং এটা শেষ করেই আমাদের নির্বাচন দিতে হবে। কিন্তু যুক্তিসঙ্গত মানেই এই নয় অনির্দিষ্টকালের জন্য থেকে যাবে তা কিন্তু হবে না। একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে এটাই আমাদের দাবি।’
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা নিহত হয়েছেন, তাঁরা শহীদ হয়েছেন। এটা নি:সন্দেহে গণহত্যা। জাতিসঙ্ঘের তত্বাবধানে এসব গণহত্যার তদন্ত হবে। বিচারে হত্যাকারিদের ফাঁসি হবে এটাও নিশ্চিত।