সংবাদ শিরোনাম

 

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গোপালপুর বাজারে ৮নং বলাইশিমুল ইউনিয়নের ১,২,৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা গ্রামীণ জনপদের মানুষের কাছে তুলে ধরতে রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকিটির সাবেক সহ সম্পাদক, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মতিন।

এসময় প্রধান অতিথি মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করে পচাঁত্তরের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল শহীদ, মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেশ উন্নয়নের ভূয়সী প্রশংসা করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি তাঁর বক্তব্যেয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উন্নয়নে যখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে ঠিক তখনই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। ইনশাল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দেশের জনগণ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর বাজারে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ১,২,৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যেয় তিনি এসব কথা বলেন।

বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মো. কামাল খসরুর সভাপতিত্বে ও বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহিদুল আলম শহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সবুজ মিয়া, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।

এছাড়াও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আজকাল পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী কাজল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঞা (জামান), নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে হাজার হাজার দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম