সংবাদ শিরোনাম

 

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় কেউ মারা না গেলেও এর উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন– ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান আহমেদ (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৬০), নেত্রকোনার কলমাকান্দার রামিন (২৫), মদনের আলতাবুর (৭০) ও জামালপুরের খোরশেদ আলম (৮০)। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার তিন জন, নেত্রকোনার দুই জন এবং জামালপুরের এক জন রয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন এবং আইসিইউতে পাঁচ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নয় জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার কমে হয়েছে শতকরা ৬.৯৪। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা ২১ হাজার ৫২৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৩ জন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম