ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। এ সময় ছয়জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুইজন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
রোববার (০৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়মনসিংহ ও শেরপুরের দুইজন। ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই ময়মনসিংহ জেলার।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪০ জন। এর মধ্যে সাতজন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
এদিকে জেলায় এক দিনে ২২২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।