সংবাদ শিরোনাম

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে সরকারী চাকুরী নিয়োগের বুধবার ব্যবহারিক পরীক্ষায়  প্রকৃত পরীক্ষার্থী আবুল কালাম আজাদের পরিবর্তে শাহাদৎ হোসেনকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিনুল হাসান তাঁকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা গেছে  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের জন্য প্রার্থী আবুল কালাম আজাদের  লিখিত পরীক্ষা শেষে আজ বুধবার সকাল ৯টা থেকে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়ার কথা । কিন্ত মূলপ্রার্থী পরীক্ষায় অংশ গ্রহন না করে শেরপুর জেলাধীন উত্তরশ্রীবর্দী গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ এর পূত্র শাহাদৎ হোসেন অংশ নেয়। পরীক্সার্থীর  ছবির সাথে মিল না থাকায় তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে গ্রেফতার অতঃপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান ধৃত শাহাদৎ হোসেন কে  ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম