সংবাদ শিরোনাম

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অত্যন্ত সফলতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করছেন। শনিবার পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্ষেত্রে ডিসেম্বর মাসে সফলতা অর্জনের জন্য শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসসলাম কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ ছাড়া কোতয়ালী মডেল থানার শ্রেষ্ঠ এস আই মো: হাফিজুর রহমান, কোতয়ালী মডেল থানার শ্রেষ্ঠ এএসআই মো: মনিরুজ্জামান, মুক্তাগাছা থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই মো: হুমায়ুন কবির, জেলা গোয়েন্দা শাখা শ্রেষ্ঠ ওয়ারেন্ট মাদক উদ্বারকারী শ্রেষ্ঠ এসআই মো: মনিরুজ্জামান, কোতয়ালী মডেল থানার ৩ নং বোররচর ইউনিয়ন চৌকিদার মো: আক্কাস আলীকে ডিসেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ হিসাবে পুরস্কৃত করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসসলাম। দ্রুত মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে কোর্ট সোপর্দ করলে কা: বি: ১৬৪ ধারায় স্বীকারক্তিমুলক জবানবন্দি প্রদান করনে উজ্জল কান্তি সরকারকে কোতয়ালী মডেল থানার শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কৃত করেন। দ্রুত মামলার এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করে কোর্ট সোপর্দ করলে ইভয়েই কা: বি: ১৬৪ ধারায় স্বীকারক্তিমুলক জবানবন্দি প্রদান করনে মো: আনোয়ার হোসেনকে কোতয়ালী মডেল থানার শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কিৃত করেন। দ্রুত মামলার এজাহারনামীয় ৪ আসামীকে গ্রেফতার করে কোর্ট সোপর্দ করলে ২জন কা: বি: ১৬৪ ধারায় স্বীকারক্তিমুলক জবানবন্দি প্রদান করনে হযরত আলীকে ভালুকা মডেল থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে পুরস্কিৃত করেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম