স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহে কাচারীঘাট নদের পাড়ে মাসব্যাপী ময়মনসিংহ আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলা -২০১৭ কাল সোমবার থেকে শুরু হচ্ছে। ময়মনসিংহ জেলা, পুলিশ ও পৌরসভার সহায়তায় দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী ময়মনসিংহ এর আয়োজন করে। আগামীকাল সোমবার ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামূল হক টিটু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম, মজিবুর রহমান বেলাল উপস্থিত থাকবেন। ময়মনসিংহে প্রথমবারের মত আন্তর্জাতিকমানের এ মেলাকে কেন্দ্র করে দি চেম্বার অব কমার্স ময়মনসিংহ প্রায় দুই মাস ধরে প্রচারণাসহ মেলা প্রাঙ্গন সাজিয়ে তুলতে কাজ করে আসছে। মেলায় সকল ধরণের নিরাপত্তা জোরদার করতে নিজস্ব সিকিউরিটি ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। মেলায় সার্বক্ষনিক আইন শৃংখলা নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এ বছর ব্যতিক্রমী আয়োজন সাথী হয়েছে চায়না পে¬জ ও ফরেন জোন। মেলায় বিনোদনের জন্য রয়েছে, ম্যাগাজিন ও বিচিত্রানুষ্ঠান, কৌতুক শিল্পী, যাদুশিল্পী। জাগ্রত মডার্ণ ড্যান্স মাল্টিমিডিয়ার পরিচালক পিএম আজাদ হোসেন রানার পরিচালনায় এ অনুষ্ঠানে বাংলাদেশ চলচিত্র, আরিিটভি, চ্যানেল আই এর মডেল ও তারকা শিল্পী ও নৃত্য শিল্পীরা থাকছেন। এছাড়া আরো থাকছে দয়া বাবা। একই টিকিটে ডাবল ডাবল প্রোগ্রাম থাকছে। শিল্প ও বাণিজ্য মেলায় এছাড়াও থাকছে শিশু নারীসহ সকল শ্রেণীপেশার মানুষের বিনোদনের জন্য হেলিকপ্টার, প্রাইভেট কার, নাগিনী যাদু, ভুতের বাড়ী, ডরিমন, থ্রিডি মুভি, রেল গাড়ী, নাগরদোলা ও নৌকা দুল। মেলায় ঢাকা চটপটি,জামদানী, ঢাকাইয়া জামদানী হাউজ, তাঁতের থ্রিপিচ সামগ্রী, খাদি, আড়ং, বে¬জার, ব্যানেডি ব্যাগ, হস্ত শিল্প ও কুটির শিল্প সামগ্রী, মৃৎ শিল্প সামগ্রী, ক্রোকারিজ সামগ্রী, খেলনা, ফুট ওয়ার, চামড়া, লেদার, ফুলের দোকানসহ নানা ধরণের পণ্যে পসরার দোকান সাজানোর লক্ষ্যে মেলায় স্টল বরাদ্ধ নেওয়া দোকান মালিকগন শেষবারের মত তড়িঘড়ি করে দিনরাত্রি কাজ করে চলছেন। পাশাপাশি মেলার আয়োজকরা দোকান মালিকদের দ্রুত কাজ শেস করার তাগিদ দেওয়ায় চলছে তাড়াহুড়ো। মেলায় স্থানীয় লেবার,মাটি কাটার শ্রমিক, কাঠ মিস্ত্রিরা জানান, শেষ বেলার কাজে একটু বেশী তাড়াহুড়ো চলছে। তাই বিশ্রামের সময় নেই।