স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চাঞ্চল্যকর হুমায়ুন আহমেদ রাসেল হত্যা মামলার ৩ আসামিকে গাজীপুরে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ময়মনসিংহ জেলা গোয়ন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী মঙ্গলবার জানান, এদিন এসআই ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গাজীপুরের ভাওয়াল উদ্যান এলাকার হোতাপাড়ায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাসেলের মৃতদেহ উদ্ধার ও এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয় ।