সংবাদ শিরোনাম

 

আহসান রাজ, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : আগামীকাল শুক্রবার ২৭ জানুয়ারী ২০১৭ইং তারিখ বেলা ২’টায় ভাটি বারেরা রেনু মহাজন বাড়ী সংলগ্ন মাঠে এক বিশাল ক্রিকেট ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। রেনু মহাজন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন ৮নং আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ধর্মমন্ত্রী’র একান্ত সচিব আলহাজ্ব শফিকুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আমলী তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম মোফাচ্ছেরুর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন নিটল টাটা কোম্পানী লিঃ এর প্রোপাইটর সাইদুল ইসলাম, ভাটি বারেরা ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড মেম্বার জোনায়েদ আহাম্মেদ লালু ময়মনসিংহ চকবাজার এর বিশিষ্ট ব্যবসায়ী ফখর উদ্দিন,  ছোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম প্রমূখ। রেনু মহাজন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার সার্বিক সহযোগিতায় আছেন, আব্দুল হাই মাস্টার, ডাঃ রানা, মোকলেছুর রহমান, আব্দুল মালেক, নাজমূল হক বাচ্চু এবং খেলায় ধারা বর্ণনায় থাকবেন শরিফ উদ্দিন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মেসার্স ফখর উদ্দিন এন্ড ব্রাদার্স এর পরিচালক ও পরিচালনা কমিটির প্রধান আরিফ উদ্দিন। বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ১’টি আকর্ষণীয় ষাঁড় গরু।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম