স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান চালিয়ে নকল ওষুধ ও ইয়াবা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এসময় কারখানার মালিক বদিউর রহমান ও টেকনিশিয়ান সজীবকে আটক করা হয়।
সোমবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার কোরাল ফুড ইন্ডাস্ট্রিজে র্যাব-৬ ও র্যাব ১৪ সদস্যরা যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন। এসময় র্যাব-১৪ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম ও সিনিয়র এএসপি শামীম আরা উপস্থিত ছিলেন।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, খুলনার একটি কারখানায় নকল ওষুধ তৈরির অভিযোগে দায়েরকৃত মামলার আসামি টেকনিশিয়ান সজীবকে ধরতে সোমবার রাতে কোরাল ফুড ইন্ডাস্ট্রিজে যৌথভাবে অভিযান চালায় র্যাব-৬ ও র্যাব ১৪ সদস্যরা। অভিযানে সজীবকে আটক করার পর ইন্ডাস্ট্রিজটিতে নকল ওষুধ তৈরির সন্ধান পাওয়া যায়।
এসময় বিভিন্ন কোম্পানির নকল ওষুধ, মোড়ক, সরঞ্জাম ও ইয়াবা তৈরির কাঁচামাল জব্দ করে।
র্যাব জানায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে দেশের নামিদামি কোম্পানিগুলোর ওষুধ উৎপাদন করে নকল মোড়কে বাজারজাত করে আসছিলো।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত